রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের এসএসসি  উত্তীর্ণ শিক্ষার্থীদের পুলিশ কমিশনারের অভিনন্দন

জাতীয় রাজনীতি রাজশাহী শিক্ষা সারাদেশ

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলের এসএসসি  উত্তীর্ণ শিক্ষার্থীদের পুলিশ কমিশনারের অভিনন্দন

মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ

আজ ১২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ অপরাহ্নে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর এসএসসি-২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানান মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও গভর্নিং বডির সভাপতি, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মহোদয়।

সৌজন্য সাক্ষাতে পুলিশ কমিশনার মহোদয় কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সকলেই কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিয়মিত অধ্যয়ন করে এই সাফল্য অর্জন করেছো।

এই সাফল্য শুধু তোমাদের ব্যক্তিগত নয়, বরং প্রতিষ্ঠান, পরিবার এবং সমাজেরও গৌরবের বিষয়। তিনি আরও বলেন কৃতি শিক্ষার্থীরা আগামীতে আরও কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষাগ্রহণ করে সাফল্য অর্জন করবে এবং দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন, যারা এই সাফল্যের পিছনে নিরলস পরিশ্রম করেছেন।

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উত্তরোত্তর উন্নতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।”

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তসহ আরএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ এবং জনাব মো: শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *