
রাজশাহীতে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
সোমবার (৭ জুলাই) রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকা থেকে থানা থেকে লু’টকরা পুলিশের ব্যবহৃত ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পি’স্তল ও গু’লি উদ্ধার করেছে র্যাব-৫।
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থানা থেকে লুট করে নিয়ে যাওয়া রাজশাহী মহানগর পুলিশের একটি বিদেশি পি*স্ত*ল (৭.৬২ এমএম), ম্যাগজিন ও এক রাউন্ড গু*লি* উদ্ধার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৬ জুলাই) রাত তিনটার দিকে নগরীর টিকাপাড়া এলাকার বালুর স্তুপের ২ ফুট গভীর থেকে পি*স্ত*ল, ম্যাগজিন ও গু*লি* উদ্ধার করা হয়েছে।