
মাইলস্টোনে নিহতদের স্মরণে
লাকসামে বিএনপির মিলাদ
লাকসাম প্রতিনিধিঃ
বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় লাকসামে বিএনপির দোয়া ও মিলাদ।
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের রুহের আত্মার মাগফেরাত ও আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে মঙ্গলবার ২২ জুলাই বাদ আছর বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া, মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদের খতিব ও ইমাম হাফেজ মাওলানা মহিন উদ্দিন দোয়া ও মিলাদ পরিচালনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, লাকসাম কুৃমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আবদুর রহমান বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র মজির আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির প্রেস সচিব মোঃ শাহআলম, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব নুর হোসেন চেয়ারম্যান, নুর নবী মজুমদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ গোলাম ফারুক, যুগ্ম আহবায়ক মনির আহমেদ, বেলাল রহমান মজুমদার আবদুল্লাহ আল মাহমুদ খসরু, উপজেলা বিএনপির সদস্য মো: শাহিন মিয়া, মাহবুবুর রহমান মানিক, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান ফারুক, পৌর যুবদলের আহবায়ক মাহবুবুল হক মনু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ রানা বেলাল, সদস্য সচিব নুরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মেজবাহুল ইসলাম ফয়সাল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ওলামা দলের উপজেলা আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম, লাকসাম উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন সবুজ, সদস্য সচিব শাখাওয়াত হোসেন প্রমুখ।
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87/