
মনোহরগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের কমিটি গঠন
জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন কুমিল্লা দক্ষিণ জেলা পূজা উদযাপন ফ্রন্ট।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বাবু রমেন্দ্র ভট্টাচার্য, বিধান চন্দ্র সাহা, যদুলাল দেবনাথ, বিশ্বজিৎ সাহা ও রতন চন্দ্র দেবনাথ।
কার্যনির্বাহী কমিটির সভাপতি রনজিৎ চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক মলিন চন্দ্র ভৌমিক।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সঞ্জিব সাহা, সহ-সভাপতি রতন চন্দ্র দাস, দুলাল চন্দ্র নমঃ, বিশ্বজিৎ চন্দ্র মজুমদার, বাবুল চন্দ্র ভট্টাচার্য, সহ-সাধারণ সম্পাদক সুজন চক্রবর্তী, পরিমল কর্মকার, সাংগঠনিক সম্পাদক গণেশ চন্দ্র দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক রনজিৎ চন্দ্র দেবনাথ, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চন্দ্র রায়, সহ-কোষাধ্যক্ষ রাজিব দাস, দপ্তর সম্পাদক স্বজল চন্দ্র পাল, সহ-দপ্তর সম্পাদক শিমুল সাহা, প্রচার সম্পাদক সজল চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শান্ত চন্দ্র শীল, সাংস্কৃতিক সম্পাদক সমির চন্দ্র দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক রবি দেবনাথ, সমাজ কল্যাণ সম্পাদক কৃষ্ণজিত ভৌমিক, আইন বিষয়ক সম্পাদক সুখেন্দ চন্দ্র সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক শিশু রঞ্জন দাস, সদস্য তপন চন্দ্র দাস, বাবু সুবদেব রায় চৌধুরী, দুর্জয় সাহা, শ্যামল রায় চৌধুরী, শ্রী চরণ চন্দ্র সরকার, জয় সাহা, প্রহল্লাদ দেবনাথ, নুপুর কর্মকার, লিটন চন্দ্র পাল, সুমঙ্গল চন্দ্র শীল, সুমন চন্দ্র শীল, উত্তম কুমার দেবনাথ, দিনেশ দেবনাথ, কানুলাল দেবনাথ, সুনিল দেবনাথ, রনজিৎ চন্দ্র ঘোষ, বিজয় চন্দ্র ঘোষ, পার্থ চন্দ্র মজুমদার, যতন ভট্টাচার্য, নিখিল চন্দ্র মজুমদার ও সুজন ভট্টাচার্য।
নবনির্বাচিত কমিটি রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে’ র সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর মনোহরগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বাবু রমেন্দ্র ভট্টাচার্য এবং মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ।