ভোলায় জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক তানজিল-মুখপাত্র জাকির

ভোলায় জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক তানজিল-মুখপাত্র জাকির জাহিদুল ইসলাম, ভোলাঃ জুলাই মঞ্চ ভোলা জেলা কাঠামো গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে এ্যাডভোকেট তানজিল ইসলাম এবং মুখপাত্র হিসেবে জাকির হোসেন জুয়েলকে নির্বাচন করা হয়েছে। “ভিন্ন দল ভিন্ন পথ- দেশের প্রশ্নে ঐক্যমত” স্লোগান ধারণ করে ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে অংশ নেয়া সর্বদলীয় এবং রাজনৈতিক- অরোজনৈতিক … Continue reading ভোলায় জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক তানজিল-মুখপাত্র জাকির