
ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে
মা-ছেলের মৃত্যু !
হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিদ্যুৎপৃষ্টে হয়ে মা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন উপজেলার চাঁদগ্রামের হাবিল সর্দারের স্ত্রী জোসনা (৫৫) ও তার ছেলে বিপ্লব সরদার (৩৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে মাঠে যান। মাঠের কাজ সেড়ে পাওয়ার টিলার নিয়ে বাড়িতে আসার সময় বাড়ির কাছে নিজস্ব মুরগির ফার্মের ইলেকট্রিক তার ছিঁড়ে পাওয়ার টিলারের সঙ্গে পেঁচিয়ে যায়।
এ সময় বিপ্লব চিৎকার করতে থাকে। ছেলে বিপ্লবের চিৎকার শুনে তার মা জোসনা খাতুন ফার্মের ভেতর থেকে বেরিয়ে এসে ছেলেকে বাঁচাতে যান। এ সময় দুজনেই বিদ্যুৎপৃষ্ট হন।
বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার মা-ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিঁড়ে ছেলে ও মা বিদ্যুৎপৃষ্টে মারা যান।
https://www.sangbadtoday.com/%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a6%b0/