সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
"তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ " বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক দানবীর নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৩ জুলাই) ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন এর সঞ্চালনায় দৈনিক যুগান্তরের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আব্দুল আলিম খান।
উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন,ইউনুস মিয়া, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী, প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, সদস্য মনির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বাকী, এনামুল হক সুমনসহ উপজেলা প্রেসক্লাবের সদস্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
https://www.sangbadtoday.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%be%e0%a7%9f/