
ব্রাহ্মণপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা
কমিটির সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ
ব্রাহ্মণপাড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অনলাইন জুয়া, মাদক, জলাবদ্ধতা ও সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৮ জুলাই (সোমবার) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
সভায় ইউএনও মাহমুদা জাহান বলেন, “অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মাদক, চুরি ও ছিনতাই দমনে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করবে। পাশাপাশি জলাবদ্ধতা দূরীকরণে খাল পরিষ্কার, খাল ভরাট বন্ধ ও পানি প্রবাহ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন রুটে যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
ইভটিজিং, বাল্যবিবাহ, ভেকু ও ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সিসি ক্যামেরাগুলো সচল করারও উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহাম্মদ, ব্রাহ্মণপাড়া থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভিন, সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া, মাধবপুর ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, চান্দলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম, শশীদল ও সালদা বিওপির প্রতিনিধি, এনসিপির প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন, সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।