
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে লালপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
গোলাম রাব্বি, লালপুরঃ
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)-এর ব্যানারে বুধবার (৩০ জুলাই) সকালে লালপুর উপজেলা চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
ফেস্টুনে লেখা ছিল: ‘শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের অধিকার’,‘বৃত্তি ফিরিয়ে আনো, বৈষম্য রুখো’, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য কেন ? জবাব চাই’,‘সমতার ভিত্তিতে চাই শিক্ষা ও বৃত্তি’,‘আমার অধিকার-বৃত্তি আমার গর্ব’ ইত্যাদি স্লোগান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের লালপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো. রাজিব হোসেন।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মো. সাইদুজ্জামান, উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, শিক্ষার্থী মরিয়ম, রাইসা ইসলাম, আফিয়া আনিম ও জান্নাতুল মাওয়া।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় সাফল্যের নজির স্থাপন করেছে।
কিন্তু বর্তমান নীতিমালায় তাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা হতাশ। তাই অবিলম্বে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চালু করার দাবি জানানো হয়।
পরে অংশগ্রহণকারীরা লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে উপজেলার সকল কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।