
বুড়িচংয়ে বিএনপির সাবেক সাধারণ
সম্পাদকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ময়নামতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী মোঃ জহিরুল হকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের ভাতিজা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিনের আয়োজনে শুক্রবার সকালে ময়নামতি ইউনিয়নের নামতলা গ্রামের বাড়িতে কোরআন খানী, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া শুক্রবার বাদ জুম্মা ময়নামতি ইউনিয়নের বাদুয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুম মোঃ জহিরুল হক চেয়ারম্যানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান হাজী এটিএম মিজানুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ময়নামতি বিএনপির সভাপতি অধ্যাপক মোঃ সালাহ উদ্দিন, বিএনপি নেতা আমির হোসেন বাদল, ইউনিয়ন বিএনপির সহ সম্পাদক আকবর হোসেন, মহানগর আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি সৈয়দ বশির আহমেদ, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা মোঃ মাহাবুব আলম খোকন, ইউনিয়ন ছাত্র দলের সভাপতি গাজী মোঃ জহিরুল ইসলাম, নেতা রবিউল ইসলাম রবিন চৌধুরী প্রমূখ।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বাদুয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ইউনুছুর রহমান।