প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৯:৪১ পি.এম
বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা

বাসা ভাড়া দিতে দেরি হওয়ায়
ভাড়াটিয়াকে ভেতরে রেখেই তালা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বাসা ভাড়া দিতে দেরি হওয়ায় এক ভাড়াটিয়া পরিবারকে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছেন বাড়ির মালিক। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আত্মীয়-স্বজনের মাধ্যমে পুলিশের সহায়তায় অবরুদ্ধ পরিবারকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রায়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভুক্তভোগী ইমন বর্মণ ও তার পরিবার চার বছর ধরে ইউসূফ চৌধুরীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করছেন। ইমনের বাবা রামপ্রসাদ বর্মণ আড়াই বছর আগে মারা গেলে সংসারের দায়িত্ব কাঁধে নেন ইমন। শহরের বিভিন্ন এলাকায় ঝালমুড়ি বিক্রি করে তিনি পরিবার চালান। আর্থিক অনটনে থাকলেও তিনি নিয়মিত ভাড়া দিয়ে যাচ্ছেন। কিন্তু গত মাসের ৬ হাজার ৬০০ টাকা ভাড়া চলতি মাসের ৫ জুলাই দেওয়ার কথা ছিল। ভাড়া পরিশোধ করতে না পারায় গত ৬ জুলাই গ্যাস সংযোগ বন্ধ করে দেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে তারা দেখেন বাইরে থেকে দরজায় তালা ঝুলছে।
পরে আত্মীয়-স্বজনকে ফোন দিলে তারা থানায় যোগাযোগ করেন। দুপুর ২টার দিকে পুলিশ এসে তালা খুলে দেয়। ইমন বর্মণ বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে আমি সংসার চালাই। বাসা ভাড়া দিতে একটু দেরি হলেই মালিক খারাপ ব্যবহার করেন। তিন দিন আগে গ্যাসের লাইন বন্ধ করেছেন, আমরা না খেয়ে ছিলাম। আজ সকালে এসে তালা লাগিয়ে চলে গেছেন।’
ইমনের মা জবা রানী বর্মণ বলেন, ‘আমাদের ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা মেরে গেছেন।
কয়েক দিন আগেই একটা সামাজিক অনুষ্ঠানে খরচ হয়েছে, তাই একটু সময় চেয়েছিলাম। আমরা কখনো ভাড়া দিতে বিলম্ব করিনি।
’ সুনামগঞ্জ সদর থানার এসআই জুলহাস বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খোলার ব্যবস্থা করে দিয়েছে।’
এদিকে বাসার মালিক ইউসূফ চৌধুরী ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। আমি লজ্জিত। আগামী সেপ্টেম্বর থেকে পরিবারটি অন্যত্র উঠে যাবে।’
https://www.sangbadtoday.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a7%aa-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be/
Copyright © 2025 www.Sangbadtoday.com. All rights reserved.