
বাকেরগঞ্জে বিএনপির কমিটি
বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ বলে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে দলের একাংশ। ওই কমিটি বাতিল করে দলের যোগ্য, ত্যাগী, নির্যাতিত ও হামলা-মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে পুনরায় নতুন কমিটির গঠনের দাবিতে বিক্ষোভ করেন তারা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় দলের পদবঞ্চিত নেতাকর্মীরা বোতরা বাজারে এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সভা করে। সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তব্য দেন ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বাবুল সিকদার, সাবেক সহ-সভাপতি দুলাল মৃধা, আব্দুল মন্নান খান, সুলতান চৌকিদার, সাবেক যুগ্ম-সম্পাদক জাকির মৃধা, সাবেক যুব বিষয়ক সম্পাদক কাজী মোঃ নুরুল আমিন, সদস্য আবদুল্লাহ আল হাদী, নয়ন হাওলাদার, হালিম মৃধা প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ৯ তারিখ বুধবার রাতে সাবেক এমপি আবুল হোসেন খানের বাসভবনে বসে সদস্য ফরম পূরণ করা বিএনপির নেতাকর্মীদের কোন ধরণের মতামত না নিয়ে কাউন্সিল ছাড়াই শিপন মৃধাকে সভাপতি ও বাদল মেকারকে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড বিএনপির একটি পকেট কমিটি ঘোষণা দেয়।
এতে দলের ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফা কমিটি করা হয়েছে। বক্তারা আরো বলেন, গত ১৮ মে রঙ্গশ্রী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলের নির্ধারিত তারিখ ছিল।
ওইদিন কাউন্সিলে সদ্য ঘোষিত ওয়ার্ড সভাপতি শিপন মৃধা কোন প্রার্থী ছিলেন না। তারপরেও ‘মাই ম্যান’কে প্রাধান্য দিয়েন গোপনে সাবেক এমপির বাসভবনে বসে একটি পকেট কমিটি গঠন করেন টিম প্রধান জিয়াউল আহসান জুয়েল সিকদার। এমন ‘পকেট কমিটি’ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদবঞ্চিতরা।