বাকেরগঞ্জে ছেলে হত্যাঃ বাবা-মায়ের থানায় আত্মসমর্পণ !

আইন আদালত দুর্ঘটনা বরিশাল সারাদেশ
শেয়ার করুন....,

বাকেরগঞ্জে ছেলে হত্যাঃ বাবা-মায়ের থানায় আত্মসমর্পণ !

মোঃ সুমন ভূঁইয়া, বরিশালঃ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

মাদকাসক্ত ছেলের সাথে কলহের জেরে নিজেদের একমাত্র ছেলে হাসানকে (২২) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম।

ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে জাফর গাজীর নিজ বাড়িতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছেলের মাদক সেবন নিয়ে পারিবারিক অশান্তিতে ভুগছিল এই পরিবার।

ঘটনার দিনও হাসানের সঙ্গে তার বাবা-মায়ের তুমুল বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তার মা নাজমা বেগম ছেলেকে ধরে রাখেন এবং বাবা জাফর গাজী লোহার পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন। হাসানের চাচি কহিনুর বেগম জানান, তিনি অনেকবার থামানোর চেষ্টা করেও সফল হননি। একপর্যায়ে হাসান মেঝেতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে অভিযুক্ত বাবা-মা বাকেরগঞ্জ থানায় গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন ও হত্যার দায় স্বীকার করেন।

এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার বিরাজ করছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুষ্টিয়ায় অতিবৃষ্টিতে সবজি ও মরিচের ক্ষতি


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *