বগুড়ায় যুবদলের বিক্ষোভ
মিছিল ও সমাবেশ
মনোয়ার, শাজাহানপুরঃ
সারাদেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাববাড়ি রোডে গিয়ে শেষ হয়।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, সাংগঠনিক সম্পাদক সহীদ-উন-নবী সালাম, কে.এম. খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন এবং এনামুল হক নতুনসহ শহর যুব দলের সভাপতি আহসান হাবীব মোমি সাধারণ সম্পাদক গোর্কি সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন শিবলু সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভে জেলা যুবদলের অধীনস্থ ২৪টি ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা সরকারের বিরুদ্ধে অব্যাহত দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা ও নাগরিক অধিকার হরণে প্রশাসনের ভূমিকার প্রতিবাদ জানিয়ে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা বলেন, “দেশে এখন কোনো নিরাপত্তা নেই, গণতন্ত্র নেই, বিচার নেই। এই দুঃশাসনের বিরুদ্ধে যুব সমাজ রাস্তায় নেমে এসেছে। সময় আসছে, জনগণের শক্তিতে এই সরকারকে বিদায় নিতে হবে।
” এ সময় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি সম্পন্ন হলেও গোটা এলাকায় ছিলো টান টান উত্তেজনা। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল পুলিশ।