পাওনা টাকা চাওয়ায় মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত !

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

পাওনা টাকা চাওয়ায় মসজিদে নামাজরত ব্যবসায়ীকে ছুরিকাঘাত !

সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়াঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজরত সায়মন (২৮) নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে জখম করেছে।

স্থানীয়রা জানিয়েছে ওই ব্যবসায়ী সুমন নামের এক বখাটের নিকট পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে মসজিদে ডুকে এ হামলা চালায়।

আহত সায়মনকে মুসল্লিরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীর রয়েছে বলে পরিবার জানায়।

শনিবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।

২ আগষ্ট শনিবার রাত ৮টায় উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের মসজিদের ভিতরে এশার নামাজের সময় ঘটনাটি ঘটে।

আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইল ব্যবসায়ী ও সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী।

স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. সেলিম ও অন্যান্যরা জানায়, শংকুচাইল বাজারের জনতা ব্যাংক সংলগ্ন মার্কেটের মোবাইল ব্যবসায়ী সায়মনের কাছ থেকে একটি নতুন মোবাইল ক্রয় করেন সুমন (২৬)।

শনিবার সন্ধ্যায় পাওনা টাকা ফেরত  চাইলে দিতে অপরাগতা জানায় সুমন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটা কাটি হয়।

পরে সে এঘটনার জের ধরে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মনকে ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, ঘাতক সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির ভিডিও ম্যান আব্দুল ছাত্তারের ছেলে। সে প্রায় সময় মাদক সেবনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে।

আহত সায়মন শংকুচাইল দক্ষিণ পাড়া এলাকার সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে।

মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, ‘জামাতে এশার নামাজের দ্বিতীয় রাকাতের পর দ্বিতীয় সেজদারত অবস্থায় এ ঘটনা ঘটেছে।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উক্ত বিষয়টি তদন্ত করে ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া গেছে এবং অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *