নিয়ামতপুরে ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

অর্থনীতি আইন আদালত জাতীয় রাজশাহী সারাদেশ

নিয়ামতপুরে ভূমি সেবার জটিলতা নিরসনে বিশেষ শুনানি

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর  নিয়ামতপুরে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও ভূমি বিষয়ক জটিলতা নিরসনের জন্য বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিশেষ শুনানি সভা অনুষ্ঠিত হয়।
পনিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পমুর্শিদা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ পআব্দুল আউয়াল।
উপজেলা আইসিটি কর্মকর্তা রাসের রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।
শুনানি শেষে প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আউয়াল নিয়ামতপুর থানা পরিদর্শন ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ করেন।
https://www.sangbadtoday.com/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%9c%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%be%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2%e0%a6%be/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *