
নিয়ামতপুরে প্রতিবেশীর বিরুদ্ধে এনসিপি
নেতার জমি দখলের অভিযোগ
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁ জেলা সমন্বয় কমিটির সদস্য আহম্মেদ আলীর জমি জোরপূর্বক দখলে নিয়েছে প্রতিবেশীরা বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (০৮ জুলাই) সকালে আহম্মেদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী আহম্মেদ আলী উপজেলার হাজীনগর ইউনিয়নের কাপাষ্টিয়া গ্রামের এজাবুল হকের ছেলে।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, কুশমৈল মৌজা জেএল নং- ৩০, খতিয়ান নং সাবেক- ১৮৬, ২৫৪ হাল -০১, দাগ নং-১৬৫, ৫০০, ৪৮৭, ৪৮১, ৪৮২, ৪৮৩, ১৬৬, ৪১১, ৫৩৪, ৪৮৭, ৫৪, ৫২৪, ৫২৫, ৪৮৪, ১২৬৭, ৭৫, ১৫৩, ৭৩, ৭২, ৯৭ দাগে মোট জমির পরিমাণ ২৩ একর ২ শতক। বিবাদী জিদ্দার রহমান (৬০), শামসুল হক (৪৫), ছায়েদের আলী (৫০), শহিদুল ইসলাম (৫০), আব্দুল খালেক (৫৫), ওহেদ আলী (৬০), আব্দুল রশিদ (৪০), আব্দুল ছাত্তার (৬০), রাজ্জাক আলী (৫০) ওজেদ আলী (৫৫)।
বাপ-চাচার তফশিল বর্ণিত সম্পত্তি বিবাদীরা জোরপূর্বক দখল করে আছেন। আহম্মেদ আলী বিবাদীর নিকট জমির কাগজ পত্র দেখতে চাইলে তারা কোন কাগজপত্র আহম্মেদ আলীকে দেখাতে পারেন নি।
আহম্মেদ আলী বিবাদীদের দখলে থাকা জমি ছাড়তে বললে তারা গায়ের জোর, লাঠির জোর দেখিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি দেয়।
বিবাদীরা আরো বলে ওই জমি নিয়ে আমি যদি বেশি বাড়াবাড়ি করি, তাহলে তার পরিনতি খুব খারাপ হবে বলে আহম্মেদকে হুমকি প্রদান করে তারা। আহম্মেদ নিরুপায় হয়ে আইনের আশ্রয় নেওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী আহম্মেদ আলী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা ওই জমি জবরদখল করে খাচ্ছে। গায়ের জোর ও লাঠির জোর দেখিয়ে আমাকে ওই জমিতে নামতে দিচ্ছে না। তাদের কাছে জমির কোন দলিল পত্র না। আমি জমির দলিল দেখতে চেয়েছি, তারা জমির দলিল দেখাতে পারেন নি। ওই জমির সব কাগজপত্র আমার কাছে রয়েছে। জমি দখলে নেওয়ার জন্য আইনের আশ্রয় নিয়েছে।
এবিষয়ে বিবাদী শামসুল হক বলেন, ১৯৯৩ সাল থেকে আমরা ভোগদখল করে খাচ্ছি। এ জমির উপর মামলা রয়েছে, মামলার রায় আমরা পেয়েছি। ওই জমির কাগজপত্র আমাদের কাছে আছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a7%9f%e0%a7%87- e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be/