
নিহত বৈমানিক তৌকিরের ২য় জানাজা রাজশাহীতে অনুষ্ঠিত
মোঃ শিবলী সাদিক, রাজশাহীঃ
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।
জানাজায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান, রাজশাহী সিটির সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর জনাব বেলাল আহমেদ, ১৫ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটনসহ প্রশাসন ও নগরীর গণ্যমান্য ব্যক্তিসহ হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাজা শেষে তৌকিরের মরদেহ নগরীর সপুরা কবরস্থানে দাফন করা হয়।