নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর ৩১ দফার লিফলেট বিতরণ

জাতীয় রাজনীতি রাজশাহী সারাদেশ

 নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন

প্রত্যাশীর ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ 
নওগাঁর নিয়ামতপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (১১ জুলাই) বিকালে গাবতলী বাজারে নেতাকর্মী নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
নওগাঁ -১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সু্যোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানে নির্দেশে আমরা ৩১দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। এই লিফলেট বিতরণে আমাদের মূল উদ্দেশ্য হলো আগামী জাতীয় সংসদ  নির্বাচনে এদেশের মানুষ যেন শান্তি পূর্ণভাবে ভোট দিতে পারে এই ম্যাসেজ জনগণের কাছে পৌঁছানো।
তিনি আরও বলেন, জনগণের উপর অন্যায় ভাবে যারা অত্যাচার করেছে তারা অতিতেও টিকতে পারেনি বর্তমানেও টিকতে পারবে না ভবিষ্যতেও তারা টিকতে পারবে না। বিএনপির জনগণের পাশে আছে, বিএনপি জনগণকে নিয়ে রাজনীতি করেছে, বিএনপি জনগণের জন্য রাজনীতি করবে ইনশাল্লাহ। এজন্যই বিএনপি টিকে আছে বিএনপি টিকে থাকবে।
আওয়ামী লীগের সমালোচনা করে মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে দিনের ভোট রাতে হয়েছে, ঔ সময় জনগণ আওয়ামী লীগের উপরে আস্থা পায়নি, তাই ভোট দিতে কেন্দ্রে যাইনি। ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে হয়েছে, আওয়ামী লীগ সরকার এমনই কারচুপি  করেছে, তাই জনগণ আওয়ামী লীগের উপর আস্থা পায়নি।
বিএনপি জনগণকে নিয়ে কাজ করতে চায়, জনগণকে নিয়ে এগিয়ে যেতে চায়, এই নির্বাচনে জনগণ যেনো সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a7%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%82%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *