
নওগাঁয় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতার লিফলেট বিতরণ
মোঃ ইমরান ইসলাম, নওগাঁঃ
নওগাঁর সাপাহারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান।
শনিবার (২রা আগস্ট) বিকালে সাপাহার উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লায় নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন শত শত নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।
নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সু্যোগ্য পুত্র আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশে আমরা ৩১ দফা দাবির লিফলেট বিতরণ কর্মসূচি এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ। দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তিনি।