প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ৬:৪৮ পি.এম
দেড় লাখ চাঁদাদাবীতে হামলায় ঘর নির্মাণে বাঁধা

দেড় লাখ চাঁদাদাবীতে হামলায়
ঘর নির্মাণে বাঁধা
আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দেড় লাখ টাকা চাঁদাদাবীতে দোকানে হামলা করাসহ ঘরনির্মাণে বাঁধা প্রদান করেছে একটি সংঘবদ্ধ চক্র।
জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচাবাজারস্থ লিয়ন মেডিক্যাল ষ্টোরে এক লাখ টাকা চাঁদাদাবীতে ব্যাপক হামলা চালিয়েছে একটি চক্র।
মর্মে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন উক্ত মেডিক্যাল ষ্টোরের স্বত্বাধিকারী লিয়াকত আলী লিয়ন। এরআগে চক্রটি হামলা চালিয়ে ঘরনির্মাণে বাঁধা প্রদান করে বাজারের পার্শ্ববর্তী সীচা গ্রামের মৃত যাদব চন্দ্র পালের ছেলে হরলাল চন্দ্র পালের বসতবাড়িতে।
হরলাল চন্দ্র পালসহ পরিবারের অন্যান্যরা জানান, তার স্বত্ব-দখলীয় বাস্তুভিটায় ঘরনির্মাণ করতে দেখে একটি মহল বাঁধা প্রদান করে।
প্রতিপক্ষ মৃত যতীন চন্দ্র পালের ছেলে চৈতন্য চন্দ্র পালগংয়ের সঙ্গে বাস্তুবাড়ির সীমানা সংলগ্ন এই বসতভিটা নিয়ে হরলাল চন্দ্রের একটি মামলায় বিজ্ঞ আদালত চূড়ান্ত আদেশ প্রদান করেন।
এ আদেশে উল্লেখ করা হয়- 'সার্বিক পর্যালোচনায় নালিশী জমিতে শান্তি শৃঙ্খল রক্ষার স্বার্থে প্রার্থী ও প্রতিপক্ষ যে যে অবস্থানে ভোগদখলে আছেন তাঁদেরকে স্ব স্ব অবস্থানের জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করার জন্য বলা হলো'।
বিজ্ঞ আদালত এ আদেশে আরো উল্লেখ করেন- 'যাতে একে অপরের শান্তিপূর্ণ ভোগদখলে বিঘ্ন সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হল'।
লিয়ন মেডিকেল ষ্টোরের স্বত্বাধিকরী লিয়াকত আলী লিয়ন জানান, জনৈক আমিনুল ইসলামের নেতৃত্বে একলাখ টাকা চাঁদা দাবীতে অন্য একটি মহল তার দোকানে হামলা চালায়।
এ ব্যাপারে ৬ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১৮/২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
স্থানীয়রা জানান, অসহায় হরলালকে ঘরনির্মাণ করতে দেখে একটি চক্র ৫০ হাজার টাকা চাঁদা দাবীতে বাঁধা দেয়। এতে মানা করায় সীচা বাজারস্থ লিয়ন মেডিকেল ষ্টোরে হামলা করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (উপ-পরিদর্শক) কামাল উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.sangbadtoday.com/2025/07/01/%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97/
Copyright © 2025 www.Sangbadtoday.com. All rights reserved.