ঢাকায় সমাবেশ সফল করতে রায়গঞ্জে জামায়াতের মিছিল অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ

ঢাকায় সমাবেশ সফল করতে রায়গঞ্জে জামায়াতের মিছিল অনুষ্ঠিত

হুজাইফা হিজল, রায়গঞ্জঃ

আগামী ১৯ জুলাই ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদ আসর এ বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ মিছিলে বিপুল সংখ্যক জামায়াতসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে ধানগড়া পল্লী বিদ্যুৎ জামাত অফিস থেকে বাজার এলাকার প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে গণদাবির স্লোগানে।

নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ১৯ জুলাইয়ের সমাবেশে যোগ দিন সফল করুন জাতীয় সমাবেশে যোগ দিন সফল করুন। চাঁদাবাজের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে। দখলবাজির বিরুদ্ধে লড়তে হবে একসাথে।

গণমিছিলটি ধানগড়া পল্লী বিদ্যুৎ মোড় থেকে শুরু করে বাজার প্রদক্ষিণ শেষে ধানগড়া বাস স্ট্যান্ড এ এক শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির জনাব আলী মুর্তজা।

তিনি তার বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই।

১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।” এসময় আরও বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা শাখার জামায়াতের নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস তিনি বলেন, এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।

” সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামি রায়গঞ্জ উপজেলা শাখা সম্মানিত সেক্রেটারি জনাব ডাক্তার এস এম মনসুর আলী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ কামরুল ইসলাম, এবং ছয়টি ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লালমোহনে রচনা প্রতিযোগিতার তিন প্রতিষ্ঠানের সেরা তিন ছাত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *