টেকনাফে ৮১ হাজার ইয়াবা ও ১ লাখ টাকাসহ নারী আটক ! ‎

আইন আদালত চট্টগ্রাম জাতীয় সারাদেশ

‎টেকনাফে ৮১ হাজার ইয়াবা ও

১ লাখ টাকাসহ নারী আটক ! ‎ ‎

ইয়ার রহমান আনান, কক্সবাজার ‎

‎কক্সবাজারের টেকনাফে বসত ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।

‎৯ জুলাই বুধবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।

‎আটককৃত রুজিনা আক্তার (৩৯) একই এলাকার সোনা মিয়ার স্ত্রী। ‎লে. কর্নেল আশিকুর বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে সাগরপথে পাচার হয়ে আসা মাদকের বড় একটি চালান টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা করাচী পাড়ায় জনৈক ব্যক্তির বাড়ীতে মজুদের খবর পায় বিজিবি।

পরে বিজিবি গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে তথ্যের সত্যতা নিশ্চিত হয়। এ নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বিজিবির একটি দল জনৈক সোনা মিয়ার সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেলে। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা  সোনা মিয়া কৌশলে গহীন পাহাড়ী এলাকায় পালিয়ে যায়।

‎পরে সোনা মিয়ার বসত ঘরটি তল্লাশী করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ৮১ হাজার ১৩৩ টি ইয়াবা এবং  মাদক বিক্রির নগদ ১ লাখ ১ হাজার ৯৭০ টাকা।

এসময় সোনার মিয়ার স্ত্রীকে আটক করা হয়েছে। “ ‎ ‎আটক নারী ও তার পলাতক স্বামীর বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *