জামায়াতের ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সাথে বৈঠক অনুষ্ঠিত

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ

জামায়াতের ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সাথে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে জামায়াতের প্রতিনিধি দলের ডিএমপির সঙ্গে বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বকালের সর্ববৃহৎ এ সমাবেশ বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ সকালে ডিএমপি কার্যালয়ে উপস্থিত হয়ে নেতৃবৃন্দ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে বিস্তারিত আলোচনা করেন ও সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিনিধি দলের নেতৃবৃন্দ।

ডিএমপিতে যাওয়া জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *