জলাবদ্ধতা নিরসনে খাল খননে গুরুত্ব দিতে হবে-জেলা প্রশাসক

Uncategorized
শেয়ার করুন....,

জলাবদ্ধতা নিরসনে খাল খননে গুরুত্ব দিতে হবে-জেলা প্রশাসক

সৌরভ মাহমুদ হারুন, বুড়িচংঃ 

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, যে কৃষি খাতকে বাঁচাতে হলে আর জলাবদ্ধতা নিরসন করতে হলে আমাদের কে খাল ও নালা খননে গুরুত্ব দিতে হবে।

এখন খালগুলো সংকোচিত করে ফেলছে স্থানীয় লোকজন তাদের দখল আর দূষণের ফলে এগুলো মরে যাচ্ছে।

যার ক্ষতির প্রভাব এখন বহন করছে কৃষক আর সব শ্রেণির লোকজন। খাল গুলো উদ্ধারে এবং দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য সকলে এগিয়ে আসতে হবে।

এ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননে অগ্রাধিকার দেয়া হবে টিআর-কাবিখা প্রকল্পের বরাদ্দ থেকে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন করে খাল ও নালাগুলো চিহ্নিত করার পাশাপাশি উদ্ধার ও খননের জন্য পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হবে।

মঙ্গলবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলায় নদী ও খাল রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে এক মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা গুলো বলেন।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল নূর আশেক, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সায়েদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, খাদ্য কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সমন্বয়কদের বক্তব্য রাখেন প্রতিনিধি মো. ছাব্বির, জামিলুর রহমান তানিম এবং তারিকুল ইসলাম পিয়াস প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *