চৌদ্দগ্রামে প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ

আইন আদালত কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ

চৌদ্দগ্রামে প্রশাসনের

অভিযানে বাল্য বিবাহ বন্ধ

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্য বিবাহ বন্ধ, কিশোরীর পরিবারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার পরিচালিত অভিযানে ভবিষ্যতে বাল্যবিবাহ সংশ্লিষ্ট হবে না মর্মে কিশোরী ও তার মায়ের কাছ থেকে মুচলেখা নেয়া হয়।

তথ্যটি (১৮ জুলাই )শুক্রবার সন্ধ্যায় নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ঘটনাটি ঘটেছে উপজেলা মুস্নিরহাট ইউনিয়ন বৈলপুর গ্রামে।

জানা গেছে, শুক্রবার (১৮জুলাই) বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামে আমিনুল হক এর অপ্রাপ্ত বয়ষ্ক কন্যা সানজিদা আক্তারের (১৫) বিয়ের আয়োজন করা হয়েছে খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সানজিদার মা আয়েশা বেগম কন্যার বয়স ১৮ বছর দাবী করেন। বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ/এন আইডি/শিক্ষাগত সনদ দেখাতে বললে মেয়ের বিয়ে নোটারী পাবলিক (কোর্ট ম্যারেজ) এর মাধ্যমে সম্পন্ন হয়েছে বলেন।

প্রমাণ হিসেবে নোটারী পাবলিক ডকুমেন্ট দেখান, যেখানে সানজিদা আক্তারের জন্ম তারিখ ৩১/০৫/ ২০০৬ ইং হিসেবে দেখানো হয় এবং জন্মসনদ এখনো করা হয়নি বলে জানান। কিন্তু কনেকে দেখে ম্যাজিস্ট্রেটের বয়স নিয়ে সন্দেহ হওয়ায় সুকৌশলে জন্ম নিবন্ধন সনদ উদঘাটন করেন, যেখানে পর্যালোচনায় দেখা যায় তার জন্ম তারিখ ৩১/০৫/২০১০ ইং।

আইন অমান্য এবং নোটারী পাবলিকের মাধ্যমে বয়স গোপন করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্যবিবাহ দেয়ার অপরাধে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ এর বিধান মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা, তৎক্ষণাৎ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা হয় ৷

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানান আক্তার ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম।

যশোরে সিনেমা হলে প্রেমিকের ফাঁদে তরুণী-অজ্ঞান করে সর্বস্ব লুট !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *