মোঃ হুমায়ুন কবির, প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে হুমায়ুন কবির হত্যা মামলার প্রধান আসামি রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৩ জুলাই) রাতে গাজীপুর সদর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাশিদুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সোনাকান্দি গ্রামের মো. শামসুল হকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪, ময়মনসিংহ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব শত্রুতার জেরে গত ১৩ জুন বিকেলে গৌরীপুর উপজেলার পাচার বাজারে যাওয়ার পথে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুমায়ুন কবিরকে পথরোধ করেন রাশিদুল ইসলাম ও তার সহযোগীরা।
পরে তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হুমায়ুন কবিরকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হুমায়ুন কবিরের বাবা মো. খাইয়ুম মিয়া (ওরফে কাইয়ুম) ঘটনার পরদিন গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাশিদুল ইসলাম রানা এজাহারভুক্ত প্রধান আসামি ছিলেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি রানা পলাতক ছিল। দীর্ঘদিন ধরে তাকে ধরতে গোয়েন্দা নজরদারি চালিয়ে অবশেষে গাজীপুরে অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব।
https://www.sangbadtoday.com/2025/07/06/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%81%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf/