মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ডা. মো. আবদুস সেলিম শুক্রবার ১১ জুলাই সারাদিন গৌরীপুর উপজেলা বিভিন্ন এলাকা ও পৌর শহরে গণসংযোগ করেছেন।
সমাজসেবায় নিয়োজিত এই চিকিৎসক গৌরীপুর উপজেলা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হিসেবেও সুপরিচিত। তিনি সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল হামিদের জ্যেষ্ঠ সন্তান।
গণসংযোগ চলাকালে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ডা. সেলিম। তাকে কাছে পেয়ে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন ও কুশল বিনিময় করেন। এলাকার সর্বস্তরের মানুষ তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
ডা. সেলিম বলেন, "আমি রাজনীতিকে জনগণের সেবা করার মাধ্যম হিসেবে দেখি। যদি দল থেকে মনোনয়ন পাই, তবে এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় সর্বশক্তি দিয়ে কাজ করব।"
https://www.sangbadtoday.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/