গৌরীপুরে বিএনপির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

ইসলাম ধর্ম জাতীয় ময়মনসিংহ রাজনীতি সারাদেশ

গৌরীপুরে বিএনপির উদ্যোগে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল

মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
সোমবার ২১ জুলাই দুপুরে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় গৌরীপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) আসরের নামাজের পর গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে, এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
https://www.sangbadtoday.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a7%9f%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *