
গৌরীপুরে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
গৌরীপুরে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০ জুলাই শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহবায়ক আলী আকবর আনিস, উপজেলা জামায়াতের আমির বদরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য এডভোকেট নুরুল হক, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল আলম, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক প্রতিবাদ। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির বীর সন্তান। তাঁদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। বর্তমান প্রজন্মকে সেই ত্যাগের ইতিহাস জানতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।”
বক্তারা আরও বলেন, “নুরে আলম, বিপ্লব, জুবায়ের সহ জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের পাশে থেকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে শহীদ নুরে আলম, বিপ্লব ও জুবায়েরের পরিবারসহ আন্দোলনে আহতদের সম্মাননা উপহার প্রদান করা হয়।
সততার সঙ্গে দেশের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার জন্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
https://www.sangbadtoday.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b9%e0%a7%8d-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8/