
গৌরীপুরে আন্দোলনে নিহত ৩ ছাত্রের
স্মরণে স্মৃতিফলক উদ্বোধন
মোঃ হুমায়ুন কবির, গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় জুলাই মাসের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তিন শহীদ ছাত্রের স্মরণে নির্মিত স্মৃতিফলকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উপজেলার কলতাপাড়া বাজারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে তিনজন নিহত হন।
নিহতরা হলেন-উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চূড়ালী গ্রামের বাবুল মিয়ার ছেলে বিপ্লব হাসান (২০), রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে নূরে আলম সিদ্দিকী রাকিব (২০)ও মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ (২১) ।
শনিবার, ১২ জুলাই বেলা ১১টায় এ স্মৃতিফলকের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ তায়েবুর রহমান হিরন, সদস্য সচিব হাফেজ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, সদস্য সচিব বাবু সুজিত দাস, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা বদরুজ্জামান,প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,সাধারন সম্পাদক শেখ বিপ্লবসহ শহীদ পরিবারের সদস্যরা, সাংবাদিক, ছাত্র-জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্থানীয়দের মতে, কলতাপাড়ায় এই আন্দোলনের ঘটনা গৌরীপুরের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায়। এই স্মৃতিফলক ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তচিন্তা, অধিকার আদায়ের চেতনা ও আত্মত্যাগের গুরুত্ব স্মরণ করিয়ে দেবে।
https://www.sangbadtoday.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a5%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af/