গোপালপুরে বটগাছ ভেঙ্গে গুরুতর আহতের মৃত্যু !

ঢাকা দুর্ঘটনা সারাদেশ
শেয়ার করুন....,

গোপালপুরে বটগাছ ভেঙ্গে গুরুতর আহতের মৃত্যু !

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা হাট চলাকালীন সময়ে শতবর্ষী বটগাছ ভেঙে আহতদের মধ্যে মো: শাহজাহান আলী শাজু (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

২ আগষ্ট ভোর ৪ টায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হতদরিদ্র শাজাহান আলী শাজু হাদিরা গ্রামের মৃত সোমেদ আলীর সন্তান।

গত প্রায় ৪০ বছর আগে ঘরজামাই হয়ে বন্দ হাদিরার স্থায়ী বাসিন্দা হন তিনি। তিন দিনমজুর পুত্র সন্তানের জনক হয়েও পুত্র সন্তানদের অযত্ন-অবহেলার কারণে স্ত্রীকে নিয়ে অন্যত্র থাকতেন তিনি ।

ঘটনার দিন বাজার করতে আসা শাহজাহান আলী শাজু ভেঙ্গে যাওয়া বটগাছের নীচে চাপা পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত শাহজাহান আলী শাজুকে গোপালপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেই চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শনিবার বাদ যোহর বন্দ হাদিরা নূরানী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আমিনুল ইসলাম,নগদা শিমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, হাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুর রশিদ, নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সম্পাদক মো: আনছার আলী সাগর, হাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি চন্ডুল, হাদিরা ইউনিয়ন বিএনপির সম্পাদক আকবর হোসেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার বেলাল হোসেন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক কালু, নগদা শিমলা জাসাস সম্পাদক তোফাজ্জল হোসেন, নগদা শিমলা জাসাস সিনিয়র সহ সভাপতি মোঃ হারুনুর রশিদ প্রমুখ।

উল্লেখ্য, নগদা শিমলা বাজারে ৩১ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন হঠাৎ করে শতবর্ষী বিশাল বটগাছ ভেঙে পড়লে ২০ জন আহত হন।

গোপালপুর ও ধনবাড়ী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *