
গুরুদাসপুরে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা
রাশিদুল ইসলাম,গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে ‘স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনসমূহকে সম্পৃক্তকরণ জরুরী’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট ও বিডিএসসি’র আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় চলনবিল প্রেসক্লাব হলরুমে ওই অনুষ্টিত সভা হয়।
আলোচনা সভায় বিডিএসসি’র সভাপতি অধ্যাপক এএইচএম একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। বিশেষ অতিথির বক্তব্য দেন চলনবিল প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক এমদাদুল হক, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান।
অন্যদের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পিএসকেএস’র নির্বাহী পরিচালক রোকসানা আক্তার লিপি, আরডিও’র নির্বাহী পরিচালক জাকির হোসেন, মাওলানা মোশারফ হোসেন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিএসসি’র নির্বাহী পরিচারক মজিবুর রহমান মজনু।
এসময় বিভিন্ন বেসরকারি সংগঠনের নেতৃবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচকরা বলেন, তামাক দ্রব্য নিয়ন্ত্রনে সরকারী আইন যুগোপযোগী ও প্রয়োগ জরুরী। প্রচারনায় বেসরকারী প্রতিষ্ঠান ও এনজিও গুলোকে সম্পৃক্তকরণে এবং তামাকের উৎপাদন ও আমদানী বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে আহবান জানান বক্তারা।