ওসমান গনি, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এ অভিযান পরিচালনা শুরু করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে পঞ্চম বারের মতো ওই দুটি চুনা কারখানার চুল্লি ধ্বংস করা হয়।
এসময় মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় গড়ে উঠা অবৈধ দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এক্সেভেটর দিয়ে পঞ্চম বারের মতো ওই কারখানার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।
অভিযানে নির্বাহী ম্যজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সাইমন সরকার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইমন সরকার বলেন, অবৈধ চুনা কারখানার মালিক ও জমির মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ দিকে তিতাস গ্যাস সোনারগাঁ মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন, গত কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে।
আজকে অভিযানে বালুয়াকান্দি ও ভাটেরচর নতুন রাস্তায় এলাকায় গড়ে তুলা দুটি অবৈধ চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে স্কেভেটার দিয়ে কারখানা গুলো গুঁড়িয়ে দেয়া হয় এবং ৮টি চুল্লি ধ্বংস করা হয়।
এ নিয়ে ৫ম বারের মতো কারখানা গুলো গুঁড়িয়ে দেয়া হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।
https://www.sangbadtoday.com/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c/