গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়ায় গুলিবিদ্ধ-৩

আইন আদালত জাতীয় ঢাকা রাজনীতি সারাদেশ

গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের

সশস্ত্র মহড়ায় গুলিবিদ্ধ-৩

ওসমান গনি, মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া ও গুলিবর্ষণের ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি বাজারে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন বাঘাইকান্দি গ্রামের আলামিন মাস্টার (৪২), আব্দুল বাসেদ (৪৫) ও কবির (৫৫) । তারা স্থানীয় ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার ষোলআনী বালুমহালে চাঁদা চাইতে গিয়ে জনতার হাতে আটক হন ৩ চাঁদাবাজ।

এ ঘটনায় হোগলাকান্দি গ্রামের হাবুল বাঘের ছেলে হৃদয় বাঘকে ১ নাম্বার আসামি করে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করে বালুমহালের ক্যাশিয়ার জান্নাত হোসেন।

এ ঘটনার পর হৃদয় বাঘ একদিন আত্মগোপনে থাকলেও গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এলাকায় ফিরে আসেন।

এ সময় শুটার মান্নানসহ তার সমর্থকদের নিয়ে মহড়া দেন তিনি। এ ঘটনার কিছুক্ষণ পর ৬/৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা।

আরও জানা যায়, এদিকে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে শুটার মান্নান, হৃদয় বাঘ, সোহেলসহ আরও কয়েকজন বাঘাইয়াকান্দি বাজারে যান। এর কিছু সময় পর তাদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তির এক পর্যায়ে এলোপাথারি গুলিতে ৩ জন আহত হন। ধারণা করা হচ্ছে, তাদের শটগানের গুলি লেগেছে আহতদের গায়ে।

বিষয়টি সম্পর্কে ইমামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি আমজাদ হোসেন বলেন, ‘এরকম একটি খবর আমিও শুনেছি।

স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৪/৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের নাম পেয়েছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে, তা বলতে পারব না।

’ বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম একটি খবর আমরাও পেয়েছি।

খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। ২ জনের গায়ে শটগানের গুলি জাতীয় কিছুর আঘাত রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *