মোঃ অমিদ হাসান, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের পরিচিত ব্যবসায়ী সততা প্রিন্টিং প্রেস মালিক মনির হোসেনের পুত্র ছাইম খেলতে গিয়ে প্রাণ হারালো-পরিবারে শোকের মাতম ঝিনাইদহ শহরের বুকে আজ ভোরে নেমে আসে এক হৃদয়বিদারক দৃশ্য।
মাত্র ২ বছর বয়সী শিশু ছাইম খেলার সময় মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে। শিশুটি স্থানীয় ব্যবসায়ী ও সততা প্রিন্টিং প্রেসের মালিক মনির হোসেনের একমাত্র ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ছাইম বাসার ভেতরে খেলছিল। বাড়ির একটি কোণে উপরে রাখা ছিল একটি ধারালো বটি (রান্নার ছুরি জাতীয় অস্ত্র)। খেলার ছলে হঠাৎ সে জায়গায় পৌঁছালে, ভারসাম্য হারিয়ে বটি তার ঘাড়ের ওপর পড়ে যায়।
মুহূর্তেই ছাইম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে ছাইমকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
কিন্তু পথেই শিশুটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেন চিকিৎসক। ঘটনার পর পুরো পরিবার এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শিশু ছাইম ছিল পরিবারের একমাত্র চক্ষুর মণি।
সবাই তাকে খুব আদর করতেন। এমন এক ভয়াবহ মৃত্যুর খবর শুনে কেউ বিশ্বাসই করতে পারছেন না।
শিশু ছাইমের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে শোকবার্তা।
https://www.sangbadtoday.com/2025/07/03/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%97%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%9a%e0%a6%be/