কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

আইন আদালত খুলনা জাতীয় দুর্ঘটনা সারাদেশ

কুষ্টিয়ায় অটোরিকশা চালকের

ঝুলন্ত লাশ উদ্ধার

হৃদয় রায়হান, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার সদর উপজেলা থেকে নিখোঁজ হওয়া রফিকুল ইসলাম (৫০) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশের একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের পর পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। রফিকুলের ছেলে নিলয় জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর বাবা।

রাত হয়ে গেলেও ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। ভোরে আবার খুঁজতে বের হন তিনি।

পরে খবর পান, তাঁর বাবার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা প্রথমে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কথা বললে তাঁরা সড়ক ছেড়ে দেন। তবে এর কিছুক্ষণ পর বিক্ষোভকারীরা লাশ নিয়ে মোল্লাতেঘড়িয়া থেকে শহরের থানা মোড় পর্যন্ত অভ্যন্তরীণ সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ থাকায় দুপাশে যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। সব দিক মাথায় রেখে তদন্ত চলছে।

মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁরা লাশ নিয়ে বিক্ষোভ চালিয়ে যাবেন।

গৌরীপুরে মনোনয়ন প্রত্যাশী ড্যাব নেতা ডা. সেলিমের গণসংযোগ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *