আমির উদ্দিন কাশেম, মৌলভীবাজারঃ
জমিয়তে উলামায়ে ইসলাম ও ছাত্র জমিয়ত বাংলাদেশ, কুলাউড়া উপজেলা দক্ষিণ শাখার শপথ পাঠ ও দিকনির্দেশনামূলক বক্তব্যে মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন।
আজ শনিবার ( ১২ জুলাই) বিকাল ৩টায় স্থানীয় কটারকোনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং এর সহযোগী ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ কুলাউড়া উপজেলা দক্ষিণ শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে শাখার সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখার নবনির্বাচিত সভাপতি মাওলানা আব্দুল জব্বার। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শপথ বাক্য পাঠ করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মুফতি আশরাফুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— "জমিয়তের দায়িত্ব কেবল নামধারী পদ নয়, এটি এক মহান আদর্শ ও দায়িত্বের প্রতিনিধিত্ব। আমাদের পূর্বসুরীরা যেভাবে দ্বীন, উম্মাহ ও দেশের স্বার্থে সংগ্রাম করেছেন, আজকের নবনির্বাচিত দায়িত্বশীলদেরও সেই আদর্শকে বুকে ধারণ করে কাজ করতে হবে।
" তিনি নবনির্বাচিত সকল দায়িত্বশীলদের কুরআন-সুন্নাহ ভিত্তিক ইসলামী নেতৃত্ব গঠনের আহ্বান জানিয়ে তাঁদেরকে জমিয়তের আদর্শ, শৃঙ্খলা, একতা ও সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধ করেন।
পরে তিনি তাদেরকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান, যেখানে জমিয়তের নীতি-আদর্শে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত দায়িত্বশীলগণ।
উল্লেখ্য, এ অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে তাঁদের সাংগঠনিক কার্যক্রম শুরু করল। ভবিষ্যতে দ্বীন, সংগঠন ও সমাজের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সকলের।
https://www.sangbadtoday.com/%e0%a6%97%e0%a7%8c%e0%a6%b0%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a7%9f/