কুমিল্লায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের যাত্রা শুরু

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম জাতীয় সারাদেশ

কুমিল্লায় ভূমি সেবা সহায়তা

কেন্দ্রের যাত্রা শুরু 

মোতালেব হোসেন, কুমিল্লাঃ

নাগরিকদের ভূমিসেবা সহজীকরণের উদ্দেশ্যে সারাদেশের মত কুমিল্লায় ও আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র। প্রথম পর্যায়ে ১৭ উপজেলায় চালু হচ্ছে ৩৪ টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার রাজগঞ্জে অবস্থিত একটি ভুমি সেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ জেলার ভূমিসেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়ছার৷ কুমিল্লা জেলার ১৭ টি উপজেলায় প্রথম ধাপে ৩৪ টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের অনুমতিপত্র প্রদান করা হয়।

প্রয়োজনীয়তার নিরিখে ভবিষ্যতে এই সংখ্যা পরিবর্তন হতে পারে বলে জানান জেলা প্রশাসন। ভূমিসেবা সহায়তা কেন্দ্র স্থাপনের মূল লক্ষ্য হলো ভূমি অফিসের বাইরে নাগরিকগণকে ভূমিসেবা গ্রহণে সহায়তা প্রদান, ভূমিসেবাকে নাগরিকের হাতের কাছে নেওয়া, ডিজিটাল ভূমিসেবা গ্রহণ পদ্ধতি প্রচলন ও টেকসই করা, নাগরিকদের ভূমিসেবা গ্রহণ সহজীকরণ, ভূমিসেবা গ্রহণে সহায়তা/সহযোগিতা প্রদান ও তথ্য সুরক্ষায় বিধিগত কাঠামো তৈরি, দক্ষ, দায়িত্ববান ও নাগরিকবান্ধব সেবা সহায়তাকারী তৈরি, সঠিকভাবে নাগরিকের প্রোফাইল তৈরি ও আবেদন ফরম পূরণ করে দাখিল নিশ্চিত করা, ভূমি অফিস সংশ্লিষ্ট অভিযোগ শূন্যে নামিয়ে আনা।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি এর বিনিময়ে নামজারির আবেদন, ভূমি উন্নয়ন কর জমাকরণ, খাসজমি বন্দোবস্তের আবেদন, অর্পিত সম্পত্তির লীজ নবায়নের আবেদনসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করা যাবে জানায় জেলা প্রশাসক।

এসময় তিনি ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে সরকারের এই উদ্যোগ একটি মাইলফলক হবে বলে ও জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: তৌহিদুল ইসলাম, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো: শহীদুল ইসলাম, এসি (ল্যান্ড) তানজিনা জাহান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

এসএসসিতে কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *