
এই শহরকে কথা
-আমিনুর রহমান আমিন
গুনে ধরা এই দেহে,
ভাংঙ্গা মন ধীরে বহে।
কিছু দুঃখ তার ব্যাকুলতা,
অন্তর জুড়ে, তাই নিরবতা।
এই শহরকে, হয়নি কিছু বলা,
একাকী পথিক হয়ে পথ চলা।
নিঝুম রাত্রিটা হয় ভোর,
ভাংঙ্গেনা ঘুম তখনও মোর।
অলস দুপুর ! কেউ দিলনা চুম,
মোর ভালো লাগা তাই, ঘুম আর ঘুম।
এই শহরকে, হয়নি কিছু বলা,
একাকী পথিক হয়ে পথ চলা।
রংঙ্গীন ভূবনে, দিনভর চলে উৎসব,
ঠিকানাহীন আমি,
রাতের মতো নীরব।
জোনাক জ্বলে, ক্লান্ত দেহে ঘুমিয়ে যায়,
নিষ্ঠুর পৃথিবী, বলে দিল, মোরে বিদায়।
এই শহরকে, হয়নি কিছু বলা,
একাকী, পথিক হয়ে পথ চলা।