উজিরপুরে মিথ্যা মামলায় মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আইন আদালত বরিশাল রাজনীতি সারাদেশ
শেয়ার করুন....,

উজিরপুরে মিথ্যা মামলায় মুক্তির

দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

উজিরপুর প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় গ্রেফতার বনি আমিনের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২ আগস্ট বিকাল ৫ টায় বড়াকোঠা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মডেল বাজারে সুমন আল ফয়েজের সভাপতিত্বে, বক্তব্য রাখেন ডি এম আল আমিন, মুজাম্মেল চৌকিদার, সবুজ ঢালী, এইচ এম সিহাব, খোকন খান, তছলিম হাওলাদার, মশিউরের বড় বোন হাফিজা বেগম।

ঘটনা সুত্রে জানাযায়, সাকরাল গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ জসিম উদ্দিন এর ছেলে মোঃ বনি আমিন (২৬) কে এসিড নিক্ষেপ, আপহরন, নারী ও শিশু নির্যাতন এবং হত্যা মামলার আসামি করে ভুক্তভোগী বাদী মারীয়া আক্তার (বনি আমিনের ভগ্নিপতি মশিউর রহমান মাসুম এর দ্বিতীয় স্ত্রী) মামলা দায়ের করেন।

৩১ জুলাই ২৫ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬ টার সময় বিমান বন্দর থানাধীন রহমতপুরের বাবুগঞ্জ এলাকা থেকে বনি আমিনকে আটক করে RAB-8।

পরবর্তীতে আটক কৃত আসামী বনি আমিনকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে পরবর্তীতে তাকে বরিশাল জেলা কারাগারে প্রেরণ করেন।

বনি আমিনের গ্রেফতারের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করে। বনি আমিনের গ্রেফতারের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনগণ নিজ নিজ ফেইজবুক আইডি থেকে বনি আমিন ষড়যন্ত্রের শিকার বলে প্রতিবাদি পোস্ট করতে থাকেন।

বনি আমিনের গ্রেফতারের বিষয়টি মশিউর রহমান মাসুম নামের ফেইজবুক আইডি থেকে পোস্ট করা হয়েছে তিনি দীর্ঘ এক মাস আগেই উক্ত মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে কারাগারে আছেন স্থানীয়রা জানান, মশিউর রহমান মাসুম উক্ত মামলার আসামি হয়ে গত এক মাস আগেই কারাবন্দী আছেন। তাদের ধারণা মশিউর রহমান মাসুম নামের এই ফেসবুক আইডি তার দ্বিতীয় স্ত্রী মারিয়া আক্তার চালাচ্ছেন বলে মনে করছেন।

বনি আমিন নির্দোষ সে নম্র ভদ্র প্রকৃতির একটি ছেলে তাকে এবং তার পরিবারকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

স্থানীয় জনগণ আরো বলেন বনি আমিনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দেয়া হয়েছে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন মামলার সুষ্ঠু তদন্ত করে দোষীকে আইনের আওতায় এনে বিচার করা হোক এবং বনি আমিন নির্দোষ তাকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।

এই মিথ্যা ষড়যন্ত্র মামলার প্রতিবাদে ফুসে উঠেছে এলাকাবাসী, আরও কঠোর কর্মসুচী দেয়া হবে বলে জানান এলাকাবাসী।

গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত


শেয়ার করুন....,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *