লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকীর দাড়ি পাল্লা প্রতীকের কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে মনোহরগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ আগষ্ট ) সকাল ১০টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ও জামায়াত মনোনীত প্রার্থী ড.এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
এসময় তিনি বলেন-আল্লাহর এ জমিনে তাঁর(আল্লাহর) মনোনীত আইন ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন সর্বস্থরের ভোটারগণ দাঁড়ি পাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রেরণ করে, সে বিষয়ে সকলকে সম্মিলিত ভাবে মাঠে কাজ করতে হবে।
তিনি বলেন-আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বহুধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার করা হবে, এতে কেন্দ্রের দায়িত্বশীলদের সজাগ থেকে মোকাবেলা করতে হবে।
সম্প্রতি লাকসাম -মনোহরগঞ্জ আলাদা নির্বাচনী এলাকা হবে,এ জাতীয় একটি অপপ্রচার পরিলক্ষিত হয়েছে।
আমরা এ জাতীয় সিদ্ধান্ত কখনো বাস্তবায়ন করতে দিবোনা।
মনোহরগঞ্জ উপজেলা আমীর হাফেজ মোহাম্মদ নুরুন্নবী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, বিজনেস ফোরামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ,লাকসাম পৌরসভা জামায়াতের আমীর ও মনোহরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম,মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গাজী সাইফুল বারী তুহিন, হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মুহা: মহিউদ্দীন, মনোহরগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী সভাপতি মুহাম্মদ উল্লাহ, খিলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম এবং বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারিসহ মনোহরগঞ্জ উপজেলা প্রতিটি কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ।